বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের গত শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিন উপজেলা পরিষদের হলরুমে ১০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
প্রতীক পাওয়ার পর প্রার্থীরা শনিবার (২৫ ফেব্রুয়ারি) থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু করেন প্রচার-প্রচারণা। প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে নিজাম উদ্দিন রাসেল পেয়েছেন টেবিল ফ্যান, আবুল কালাম চশমা, ফরিদ উদ্দিন রজনীগন্ধা, মো. রিয়াজ উদ্দিন ঘোড়া, মো. শাহিন টেলিফোন, আ. মন্নান অটোরিক্সা, মো. তুহিন মোটরসাইকেল, সামছুন নাহার ঢোল, মো. সাইদুল ইসলাম দুটি পাতা ও মো. রুহুল আমিন পেয়েছেন আনারস প্রতীক।
টেবিল ফ্যান প্রতীকের নিজাম উদ্দিন রাসেল কর্মী-সমর্থকদের সঙ্গে কুশলবিনিময়ের মাধ্যমে প্রচারণা শুরু করেন। এ ছাড়া অন্যান্য প্রার্থীরা প্রতীক পেয়ে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। দুপুরের পর থেকে শুরু হয়েছে মাইকিংও।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চর মানিকা ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ২৬ হাজার ৫৫১ জন। এর মধ্যে ১৩ হাজার ৯৯৮ পুরুষ, আর ১২ হাজার ৫৫২ নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। আগামী ৯ মার্চ শনিবার ১২ কেন্দ্রে ব্যালটের মাধ্যম ভোট অনুষ্ঠিত হবে।