চন্দ্রদ্বীপ ডেস্ক: ওপেনার ইব্রাহিম জাদরান হাফসেঞ্চুরি করলেন। কিন্তু সবমিলিয়ে ৫৪.৫ ওভারের বেশি খেলতে পারলো না আফগানিস্তান, প্রথম ইনিংসে গুটিয়ে গেলো ১৫৫ রানেই।
টলারেন্স ওভালে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে এত অল্প রানে অলআউট করার পেছনে বড় অবদান মার্ক এডায়ারের। আইরিশ পেসার ৩৯ রান খরচায় একাই নেন ৫টি উইকেট। ২টি করে উইকেট শিকার কুর্তিস ক্যাম্ফার আর ক্রেইগ ইয়ংয়ের।
টস জিতে ব্যাট করতে নেমে ১১ রানে ২ উইকেট হারালেও অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে নিয়ে বিপদ কাটিয়ে উঠেছিলেন ইব্রাহিম জাদরান। ২ উইকেটে ৬৬ রান তুলে আফগানিস্তান। কিন্তু শহিদি (২০) আউট হওয়ার পর ধসে পড়ে আফগানদের ইনিংস। ৮৯ রানে শেষ ৮ উইকেট হারায় তারা।
ইব্রাহিম জাদরান করেন ৫৩। শেষদিকে একা লড়াই করেছেন করিম জানাত। কিন্তু সঙ্গীর অভাবে দলের পুঁজিটা সম্মানজনক জায়গায় নিতে পারেননি। ৪১ রানে অপরাজিত থেকে যান এই অলরাউন্ডার।