বরিশাল অফিস :: ফাইনালে ওঠার লড়াইয়ে টস ভাগ্যটা সঙ্গে দিয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশালকে। টস জিতে তামিম ব্যাট করতে পাঠালেন সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সকে।
এই ম্যাচে দুই দল এসেছে পুরো বিপরীত ফর্ম নিয়ে। টানা দুই ম্যাচে হেরে আজ কোয়ালিফায়ার দুইয়ে এসেছে রংপুর। আর বরিশাল এসেছে টানা দুই ম্যাচ জিতে।
এমন এক ম্যাচে বরিশাল আস্থা রেখেছে তাদের উইনিং কম্বিনেশনের ওপর। এলিমিনেটরের দলটা নিয়েই আজ নেমেছে রংপুরের সামনে।
বরিশাল একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জেমস ফুলার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয়, তাইজুল ইসলাম।
রংপুর একাদশ
রনি তালুকদার, শামিম পাটোয়ারী, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, জিমি নিশাম, নিকলাস পুরান, নুরুল হাসান বেয়ারস্টো, মোহাম্মদ নবী, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, ফজলহক ফারুকী।