বরিশাল অফিস :: বরগুনায় জেলের জালে ধরা পড়েছে প্রায় ৭ ফুট লম্বা বিরল প্রজাতির ৭টি পাখি মাছ। এর মধ্যে একটির ওজন ৮০ কেজি। গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে পাথরঘাটার এফবি মারিয়া নামের একটি ট্রলারের জেলেদের জালে এ মাছ ধরা পড়ে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সমুদ্র থেকে পাথরঘাটা বিএফডিসি ঘাটে ওই মাছগুলো বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। পরে ডাকের মাধ্যমে প্রতিটি মাছ ৬ হাজার টাকা করে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়।
বিএফডিসি মৎস্য ঘাট সূত্রে জানা যায়, মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজের মালিক মো. সেলিম মিয়ার আড়ত থেকে এফবি মারিয়া নামের ট্রলারটি নিয়ে সমুদ্রে মাছ শিকার করতে যান জেলেরা। পরে গভীর সমুদ্রে গিয়ে জাল ফেললে বিশাল আকারের পাখি মাছগুলো উঠে আসে। পরে বিএফডিসি ঘাটে নিয়ে এলে ডাকের মাধ্যমে মো. জাহিদুল ইসলাম নামের এক স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাছগুলো কিনে নেন।
বিএফডিসি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে এ মাছের চাহিদা থাকলেও স্থানীয়ভাবে তেমন চাহিদা নেই। এ কারণেই এ মাছের দাম কম, তবে এ মাছ বিদেশে রপ্তানি করা হয়। মাছগুলোকে বিক্রি করতে ঢাকায় পাঠাবেন বলেও জানন তিনি।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমাড় অপু বলেন, এ মাছের চাহিদা দেশে কম হলেও বিদেশে চাহিদা রয়েছে। এ মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিশ। এরা সাধারণত গভীর সমুদ্রে থাকে।