মো. লতিফুর রহমান: লনটেনিস তারকা নোভাক জেকোভিচের ক্যারিয়ারের শুরুতে র্যাঙ্কিং ছিল ৬৮০। এসময় বছরে তার আয় ছিল মাত্র ৩ লাখ ডলার।
বছর তিনেকের মধ্যে তার আয় বেড়ে দাঁড়ায় ৫০ লাখ ডলারে। এসময় তিনি র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে উঠে আসেন।
এর কিছুদিন পর তিনি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হন। বেশ কয়েক বছর রাজত্ব করেন। র্যাকেট ঘুরিয়ে তার গড় বার্ষিক আয় হতে থাকে ১ কোটি ৪০ লাখ ডলার।
বিশ্বাস করা কঠিন। তবুও জেকোভিচ এটা পেরেছিলেন। র্যাঙ্কিং ও আয়ের ব্যাপক উন্নতি করেছিলেন।
এখন প্রশ্ন হচ্ছে, তার খেলোয়াড়ী দক্ষতার কোন জিনিসটা তাকে বিশ্বের নম্বর ওয়ান টেনিস খেলোয়াড় করলো!
মূলত র্যাকেট দিয়ে বল কোন দিকে মারবেন এই সিদ্ধান্তে তিনি পরিপক্ষতা অর্জন করেন। এই কাজে তার সফলতার হার শুরুতে ছিল ৪৯%। বিশ্বসেরা হবার পর তার এই দক্ষতা বেড়ে দাঁড়ায় ৫৫%। পরিবর্তন ছোট হলেও এটাই তার জীবন পাল্টে দিয়েছে।
তাই আসুন নিজের জীবনের সবচেয়ে সম্ভাবনাময় বিষয়টি খুঁজে বের করি। ওখানে ঘাম ঝরাই। নোভাক জেকোভিচের চেয়েও ভালো কিছু হবে ইনশাআল্লাহ।