পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় একটি কেন্দ্রের সীমানার মধ্যে সন্দেহজনকভাবে এক যুবককে তল্লাশি করেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট। তল্লাশিতে তার কাছে থাকা ইংরেজি পরীক্ষায় আসা একটি প্রশ্নের উত্তরসহ চিরকুট পাওয়া যায়। এই অপরাধে তাকে আটক ও পরে জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরে জেলার গলাচিপা উপজেলার কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডিত যুবকে রনাম রাকিব শরিফ। তিনি উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা গ্রামের বাসিন্দা। এসময় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরকে আটক করা হলেও এক সরকারি কর্মকর্তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল জানান, সন্দেহভাজন ওই যুবকের কাছে ইংরেজি প্রথম পত্রের ৯ নম্বর প্রশ্নের হুবহু মিল থাকা উত্তরসহ চিরকুট পাওয়া যায়। তার উদ্দেশ্য ছিল নকল প্রস্তুত করে কেন্দ্রে সরবরাহ করা। পরে তাকে জেল ও জরিমানা করা হয়েছে। অপর এক কিশোরকে গলাচিপা উপজেলা প্রবেশন অফিসারের জিম্মায় জামিন দেওয়া হয়েছে।