পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে ২৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে সুজন হাওলাদার (২৪) নামের এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগী অটোরিকশা চালক রাজিব হাওলাদারকে (২২) আটক করেছে বাউফল থানা পুলিশ। সুজন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সাংগঠনিক সম্পাদক। আটককৃত রাজিব একই এলাকার।
রবিবার (৩ মার্চ) দুপুরে বাউফল থানার এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কাছিপাড়া ইউনিয়ন বাজার থেকে তাদের আটক করে।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে সুজন ও রাজিব খাবারের সাথে ঘুমের ওষুধ খায়িয়ে ওই নারীকে ধর্ষণ করে। এ সময় ওই নারীর আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে অভিযুক্তরা। এরপর ওই ছবি দেখিয়ে তার সাথে পুনঃরায় শারীরিক সম্পর্ক করতে চায়। এতে রাজি না হওয়ায় ওই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়। এ ঘটনায় ওই নারী রবিবার (৩ মার্চ) সকালে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন অভিযুক্তদের আটকের সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।