পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর দশমিনায় মো. রাসেল খান (২৪) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।
রোববার (৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বহরমপুর ইউনিয়নে বগুড়া বাজারে ইয়াবা বিক্রয়কালে রাসেলকে গ্রেফতার করে পুলিশ।
(৪ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বিষয়টি জানিয়েছেন। গ্রেফতার রাসেল খান উপজেলার ৫ নম্বর বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জাকির খানের ছেলে।
ওসি মো. নুরুল ইসলাম মজুমদার জানান, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের দিক নির্দেশনায় দশমিনা থানার একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রোববার সন্ধ্যায় ৫০ পিস ইয়াবাসহ রাসেল খানকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (৪ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।