শিরোনাম

বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে পরিকল্পিত উন্নয়ন করতে হবে: মেনন

Views: 150

বরিশাল অফিস :: বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতমূলক সমন্বিত ও পরিকল্পিত উন্নয়ন করতে হবে।

সোমবার (৪ মার্চ) সকাল ১০ টায় বানারীপাড়ায় উপজেলার সদর, সলিয়াবাকপুর ও চাখার ইউনিয়ন এবং পৌর শাখা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ‘উন্নয়ন শীর্ষক’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বানারীপাড়া উপজেলা বিনির্মাণে উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের সমন্বিত ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে পৌর ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী প্রমুখ বক্তৃতা করেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *