শিরোনাম

পায়রায় বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেই বেবিচকের

Views: 44

চন্দ্রদীপ নিউজ: পটুয়াখালীর পায়রা বন্দরে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেই বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নতুন একটি বিমানবন্দর বানাতে হাজার হাজার কোটি টাকা প্রয়োজন। এ ছাড়া সেখানে যাত্রীসেবায় দরকার প্রচুরসংখ্যক জনবল। তাদের বেতন-ভাতাসহ বিমানবন্দরের নানা ধরনের খরচ রয়েছে। এসব খরচের তুলনায় যাত্রী না মিললে লোকসান গুনতে হবে।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে দুটিতে যাত্রী চলাচল কমেছে। বিমানবন্দর দুটি হলো– বরিশাল ও সৈয়দপুর। এ অবস্থায় পায়রা বন্দরে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই; বলছে বেবিচক।

বেবিচক।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান সমকালকে বলেন, পায়রা বন্দর এলাকায় বিমানবন্দর নির্মাণ নিয়ে বেবিচকের কোনো পরিকল্পনা নেই। সমুদ্র এলাকায় বিমান ওঠা-নামার ক্ষেত্রে বাতাসের গতি কোন দিকে প্রবাহিত হয়, ভিজিবিলিটি এবং নানা ক্ষেত্রে জরিপের বিষয় রয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি বেবিচকের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকা পরিদর্শন করে। বেবিচকের পরিচালক (প্রশাসন) জহিরুল ইসলামের নেতৃত্বে পায়রা বন্দর এলাকা পরিদর্শন করে দলটি।

এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, এই এলাকায় প্রায় তিন হাজার একর ভূমিতে বিমানবন্দর নির্মাণ হতে পারে। প্রাথমিকভাবে এ প্রকল্প পরিদর্শন করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *