শিরোনাম

ফেসবুক-ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

Views: 65

চন্দ্রদীপ ডেস্ক : মেটা আওতাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের সার্ভার ডাউন হতে দেখা গেছে। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগ-আউট হয়ে পড়েন। সেশন এক্সপায়ড মে‌সেজ দেখা‌চ্ছে। এরপর লগইন করার চেষ্টা করলেও তা সম্ভব হয় না। কিন্তু কী কার‌ণে এমনটা হ‌য়ে‌ছে, তা এখ‌নো জানা যায়‌নি। বাংলা‌দেশসহ পৃ‌থিবীর অ‌নেক দে‌শের ব্যবহারকারীরাই এই সমস্যায় প‌ড়ে‌ছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।

ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা জানান, ফেসবুকের মতো অ্যাকাউন্ট লগ আউট না হলেও ফিড রিফ্রেশ হচ্ছে না এবং লোড নিচ্ছে না।

অন্যদিকে, থ্রেডসও সম্পূর্ণ ডাউন বলে মনে হচ্ছে। অ্যাপটি খোলার পর একটি ত্রুটি বার্তা প্রদর্শন করে যেখানে লেখা আছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আবার চেষ্টা কর।’

তবে মেটার মালিকানাধীন একমাত্র হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন।

এই ঘটনায় বিপা‌কে প‌ড়ে‌ছেন বি‌শ্বের ক‌য়েকশ কোটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এ নি‌য়ে দুনিয়াজুড়ে হইচই, সমস্যা কোথায় স্পষ্ট নয় এখনও। এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *