চন্দ্রদীপ নিউজ ডেস্ক : পাকিস্তানে ক্যাবল কারের দড়ি ছিঁড়ে প্রায় ৯০০ ফুট ওপরে আটকা পড়ে ছয় শিশুসহ আট আরোহী। তাদের মধ্যে দুই শিশুকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে। হেলিকপ্টারের মাধ্যমে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঝুঁকিপূর্ণ এই অভিযানে বড় বাধা ঝোড়ো হাওয়া। তাছাড়া এরই মধ্যে সেখানে সন্ধ্যা হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বাকিদের নিরাপদে উদ্ধার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৮টার মধ্যে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাট্টাগ্রামে দুর্ঘটনার কবলে পড়ে ওই ক্যাবল কার। দুটি দড়ি ছিঁড়ে গেলে সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৯০০ ফুট ওপরে আটকা পড়ে সেটি। এসময় ক্যাবল কারটির ভেতরে ছিল ছয় শিশু শিক্ষার্থীসহ আট আরোহী।
আটকেপড়া শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছর। অন্য এক আরোহী হৃদযন্ত্রের সমস্যার কারণে অজ্ঞান রয়েছে বলে জানা গেছে। তাদের কাছে খাবার বা পানি কিছুই নেই।