চন্দ্রদীপ নিউজ ডেস্ক : জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন, গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে এমন একটি ‘প্রেস বিজ্ঞপ্তি’ ছড়িয়ে পড়ে।
এনিয়ে দিনভর দলটিতে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া ও উত্তাপ ছড়ায়। জাপার বনানী কার্যালয়ে থাকা নেতা-কর্মীরা তাৎক্ষনিকভাবে প্রতিবাদ মিছিল-সমাবেশও করেন। এরমধ্যেই রওশন নিজেই বিস্ময় প্রকাশের পাশাপাশি সরাসরি জানিয়ে দেন, এ ধরনের প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি প্রেস বিজ্ঞপ্তি কারা দিয়েছে, সেটিও জানতে চেয়েছেন তিনি।
জাপার ভেতরে-বাইরে উত্তাপের পাশাপাশি কথিত খবরটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নানামুখী আলোচনা-বিতর্ক।
সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা রওশনের রাজনৈতিক সচিব গোলাম মসীহ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান, প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। মসীহ বলেন, রওশন এরশাদ এই বিজ্ঞপ্তির বিষয়ে কিছুই জানেন না। নিজেকে চেয়ারম্যান ঘোষণার প্রশ্নই আসে না। আমাদেরই কেউ কেউ অতি উৎসাহী হয়ে এটি ছড়িয়েছেন। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করতে পারেন না। একটি প্রক্রিয়ার মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করতে হয়।
প্রেস বিজ্ঞপ্তিটি এমন সময়ে দেওয়া হয়েছে, যখন জাপা চেয়ারম্যান জি এম কাদের দিল্লি সফরে রয়েছেন। ভারতের ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে তিন দিনের সফরে ২০ আগস্ট তিনি দিল্লি যান। প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া প্রমাণ হওয়ার আগে এবং এ নিয়ে যখন জাপার ভেতরে-বাইরে ও ফেসবুকে নানা জল্পনা ছড়িয়ে পড়ে, তখন দিল্লিতে থাকা জি এম কাদের ইত্তেফাককে টেলিফোনে বলেন, ‘যে কেউ চাইলেই তো হঠাৎ নিজেকে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারেন না। একইভাবে যে কেউ নিজেকে কোনো একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানও ঘোষণা করতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘আমি ওনার (রওশন) বিষয়ে কোনো মন্তব্য করব না। কিছু লোক এসব করে বেড়াচ্ছে। উনি বরং আমাকে বলেছেন—তুমি চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করো, তোমার জন্য আমার দোয়া সবসময়ই আছে, দল পরিচালনার জন্য তোমাকে লাগবে।