চন্দ্রদ্বীপ ডেস্ক : টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। অবিরাম এই হামলায় ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়েছে ৩১ হাজার। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে চার বছরের সংঘাতের তুলনায় গাজায় যুদ্ধের জেরে বেশি শিশু নিহত হয়েছে বলে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি মঙ্গলবার জানিয়েছেন।
লাজারিনি বলেন, ‘এই যুদ্ধ শিশুদের বিরুদ্ধে যুদ্ধ। এটি তাদের শৈশব এবং তাদের ভবিষ্যতের বিরুদ্ধে যুদ্ধ।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।