শিরোনাম

চাবি খুঁজে পাচ্ছেন না, তালা খোলার সহজ উপায় জেনে নিন

Views: 29

চন্দ্রদীপ ডেস্ক : এমন সমস্যা হতেই পারে যে প্রয়োজনের সময় কিছুতেই চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মন না চাইলেও ভেঙে ফেলতে হয় তালা। না, সেটার দরকার নেই। উপায় জানলে চাবি ছাড়াই ওই ছোট তালা খুলে ফেলা যায়।

নেটমাধ্যমে অনেকেই দাবি করেছেন, এই কাজটি করার জন্য হাতের কাছে এক বাক্স দিয়াশলাই থাকলেই হল। কীভাবে দিয়াশলাই ব্যবহার করে তালা খোলার কথা বলছেন তারা?

• প্রথমে দিয়াশলাই কাঠিগুলোর মাথা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদসহ একটি কাঠি রেখে দিতে হবে। সেটি পরে কাজে লাগবে।

• সব কাঠির মাথা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়া পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।

•কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।

• এবার চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে বারুদসহ দিয়াশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দিয়াশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।

• এরপর দিয়াশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নিচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভেতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।

• এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভালো। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।

• এই বিস্ফোরণের পরে তালা খুলে যাবে

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *