এস এম পারভেজ (পিরোজপুর): জেলায় বেড়ে চলেছে ডেঙ্গু রোগী। জেলা হাসপাতালসহ উপজলার স্বাস্থ্য কমপ্লক্সে প্রতিদিনই ভর্তি হচ্ছে রোগী। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা নেছারাবাদ উপজলায়। এখানে চিকিৎসা নিচ্ছেন অর্ধ শতাধিক রোগী। গত ২৪ ঘটায় এ উপজেলা কমপ্লেক্সে আরও ভর্তি হয়েছেন ৩২ জন রাগী।
এদিকে, ডেঙ্গুর ভয়াবহতা বেড়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার নছারাবাদ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থারদল দক্ষিণ পূর্ব এশিয়ার কর্মকর্তারা গতকাল স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শনে আসেন এবং ডেঙ্গু আক্রান্ত রোগী ও উপজলা স্বাস্থ্য কর্মকর্তাদর সঙ্গ বিভিন বিষয় ব্রিফ করেন।
এসময় প্রতিনিধি দলর সঙ্গ ডা. ফিরাজ কিবরিয়াসহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।