বরিশাল অফিস:: পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ।
ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: দুলাল ফকিরের সমুদ্রগামী ট্রলারে ধরা পড়েছে মাছগুলো।
ট্রলারের জেলেরা জানান, সাগরে যাওয়ার পর মাত্র দু’বার জাল ফেলে ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন তারা। যার প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাত্র ৫ দিনের ব্যবধানে মধ্যেই পাড়েরহাট মৎস্য বন্দরে তারা ফিরে আসতে পেরেছেন।
অন্যদিকে ট্রলারের মালিক দুলাল ফকির জানান, পর পর কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।
পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বলেন, দুলাল ফকিরের জালে ধরা পড়া প্রতিটি মাছের ওজন ৭-২০ কেজির মধ্যে। আড়তে পাইকারী দরে ৯২টি লাক্ষা মাছ ২০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।
পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন জানান, গতকাল শুক্রবার রাতে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রে পাইকারী ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম বেশি।