শিরোনাম

চলতি মাসেই ‘অভাগী’ হয়ে আসছেন মিথিলা

Views: 76

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রাফিয়াত রশীদ মিথিলা অভিনয়গুণে দুই বাংলার দর্শককের মন জয় করেছেন। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে নির্মিত সিনেমায় তাকে দেখা যাবে।

অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় এ সিনেমার নাম ‘ও অভাগী’। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিথিলাকে।

এরই মধ্যে ‘ও অভাগী’ সিনেমার টাইটেল সং প্রকাশ্যে আসতেই সাড়া ফেলে দিয়েছেন মিথিলা। এ সিনেমায় নাম ভূমিকায় মিথিলাকে দেখা যাবে। চলতি মাসের শেষেই অর্থাৎ, ২৯ মার্চ ‘ও অভাগী’ সিনেমাটি ‍মুক্তি পাচ্ছে।

এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েই নিজেকেই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মিথিলা। সিনেমায় অভাগীর লুকে নিজেকে নিয়ে অনেক পরীক্ষা চালিয়েছেন মিথিলা। সিনেমায় রসিকের ভূমিকায় দেখা যাবে আরজে সায়নকে।

‘ও অভাগী’ সিনেমায় গান গেয়েছেন রূপঙ্কর, লগ্নাজিতার মতো শিল্পীরা। প্রবীর ভৌমিকের প্রযোজনায় ‘ও অভাগী’ সিনেমায় দেখা যাবে ষাট-সত্তরের দশকের গ্রামীণ বাংলার পটভূমি। যেখানে ষোলো আর তিরিশ বছরের দুই লুকে অভাগীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

আর নারী যদি হয় দলিত শ্রেণির, তাহলে তাদের উপর যে শোষণ হয়, ‘ও অভাগী’ সিনেমায় তারই প্রতিচ্ছবি দেখা যাবে। তাই অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এ পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *