শিরোনাম

পটুয়াখালীতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

Views: 61

পটুয়াখালী প্রতিনিধি :

বর্নিল আয়োজনে পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।

রোববার (১৭ মার্চ) সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিত পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সদস্য নাজনীন নাহার রশীদ, জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, পৌর মেয়র মহিদ্দিন আহম্মেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ারসহ বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, পটুয়াখালী প্রেসক্লাব, আওয়ামী লীগের সহযোগী সঙ্গঠন, সামাজিক ও সাংস্কৃতিক সঙ্গঠনসমূহ।

এদিন সকাল সাড়ে ১০টায় ডিসি স্কয়ার মাঠে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” প্রতিপাদ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

 

 

এর আগে সকাল ৬ টায় জেলা আওয়ামী কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

বিভিন্ন মন্দির ও মসজিদে বিশেষ প্রর্থনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় শিশু পরিবারে শিশুদের নিয়ে কেক কাটা ও বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *