বরিশাল অফিস:: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নুসরাত জাহান (২৪) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তার একটি সন্তান রয়েছে। নিহতের বাড়ি ঝালকাঠি জেলার পিপইলতা গ্রামে। তার বাবার নাম আব্দুল আলীম, স্বামী জাকির হোসেন।
রোববার (১৭ মার্চ) রাতে নগরের ২১ নম্বর ওয়ার্ড ধোপা বাড়ি এলাকায় ভাড়া বাসায় নুসরাত আত্মহত্যা করেন বলে জানা গেছে।
সোমবার (১৮ মার্চ) সকালে নুসরাতের মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে।
স্বজনরা জানান, রাতের খাবার খেয়ে বাসার সবাই যে যার মতো ঘুমাতে যায়। রাত দুইটার দিকে নুসরাতের মায়ের মোবাইলে একজন কল দিয়ে জানান, তার মেয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক রুমের দরজা ভেঙে নুসরাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। পরে তাকে শেবাচিমে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা নুসরাতকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
নুসরাতের মায়ের দাবি, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার মেয়ের ঝগড়া লেগে ছিল। কয়েকদিন আগে ৬ বছরের সন্তান নিয়ে নুসরাত স্বামীর বাড়ি ছেড়ে তার কাছে চলে আসেন। কেন, কি কারণে নুসরাত আত্মহত্যার সিদ্ধান্ত নিলো, সে ব্যাপারে পরিবারের কারও কিছু জানা নেই।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিমে পাঠানো হয়েছে। শেষ হলে সেটি আমরা নিহতের স্বজনদের কাছে ফেরত দেব।