Views: 54
চন্দ্রদীপ ডেস্ক : ‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ মার্চ) রাজধানীর পান্থপথের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি। গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে খুব বেশি গান না করলেও সমসাময়িক শিল্পীদের তুলনায় প্রায় সব গানেই জনপ্রিয়তা পেয়েছেন খালিদ।
কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘মনে তো পড়ে মন কেঁদেছিল’র মতো অনেক জনপ্রিয় গান রয়েছে খালিদের।