বরিশাল অফিস:; বরিশাল নগরীতে মধ্য বয়সীদের নিয়ে দোয়া মোজাত ও ইফতারের মাধ্যমে পষঁন ৬০ + নামের
নতুন একটি বন্ধুমহল সংগঠনের আত্ব প্রকাশ ঘটেছে।
মুনিবুর রহমান মনি সভাপতি ও গোলাম কিবরিয়া সেলিম সাধারন সম্পাদক ও জাহিদুর রহমান দুলালকে অর্থ বিষয়ক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯) মার্চ নগরীর কলেজ রো আরিফ মেমোরিয়াল হটেল কেন্টিনে ইফতার পূর্ব দোয়া মোনাজাতের মাধ্যমে এই নতুন সংগঠনের আত্ব প্রকাশ ও যাত্রা কার্যক্রম
শুরু করেছে।
ইফতার পূর্ব দোয়া মোনাজাত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, বিশিষ্ট ক্রিড়া সংগঠক মাকসুদ আলম বেগ সহ সংগঠনের বিভিন্ন সদস্য গণ।