বরিশাল অফিস :: বরিশাল নগরীতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মো. রিয়াজ উদ্দিন সুমন (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাইকে থাকা মো: বেল্লাল নামের আরেক আরোহী ।
নিহত সুমন (৪৫) নগরীর নিউ ভাটিখানা রোডের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১ টায় নগরীর রূপাতলী র্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক জানান,সুমন ও বেল্লাল মোটরসাইকেলে নগরীর কালিজিরা ব্রিজ থেকে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন।
তিনি জানান, তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সুমন কে
মৃত্যু ঘোষণা করেন। অপর ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার সাথে সাথেই কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।