পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর মির্জাগঞ্জে সেই হনুমানটিকে খাঁচায় আটকিয়েছে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ৬ সদস্যর একটি টিম।
শুক্রবার দুপুর ১২টার দিকে উজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালি বটতলা নামক স্থান থেকে হনুমানটিকে উদ্ধার করা হয়। পরে হনুমানটিকে ওই টিমের সদস্যরা খুলনায় নিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শুক্রবার সকালে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আশ্চর্য ৬ সদস্যের একটি টিম নিয়ে মির্জাগঞ্জে আসেন। অনেক চেষ্টার পরে গোলখালি থেকে হনুমানটি খাঁচায় বন্দী করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সাইয়েমা হাসান, বন কর্মকর্তা মো. মনিরুজ্জান ও থানা পুলিশের সদস্যবৃন্দ।
আরো পড়ুন :
মির্জাগঞ্জে হনুমানের আক্রমণে ২ স্কুলছাত্রী আহত
খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আশ্চার্য বলেন, হনুমানটি খুলনায় নিয়ে ড়কোয়ারেন্টেনে রাখা হবে। প্রাণীসম্পদ কর্মকর্তাদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। সুস্থ হওয়ার পরে তাকে মুক্ত করব।