শিরোনাম

মস্কোতে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০

Views: 45

চন্দ্রদীপ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ।

শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর ক্রকাস সিটি হলে এ ঘটনা ঘটে। হলের মধ্যে বোমা বিস্ফোরণ হওয়ার ফলের অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ও আরআইএ নভোস্তি জানায়, মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট হলের ভেতরে তিনজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়।

আরআইএ নভোস্তি আরও জানায়, এই তিন ব্যক্তি কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেড বা বোমা নিক্ষেপ করেন, যা থেকে বিস্ফোরণ ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, হঠাৎ আমাদের পেছনে গুলির শব্দ শোনা যায়। গুলিবর্ষণের সঙ্গে বিস্ফোরণ।এর পর সবাই দৌড়াদৌড়ি শুরু করে।  সবাই চিৎকার করছিল, সবাই দৌড়াচ্ছিল।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এর বরাত দিয়ে বলেছে এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

এফএসবি জানিয়েছে, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *