পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্লাস্টিকের ময়লা ডাস্টবিনের পাশে বাঁশ পুঁতে রশি দিয়ে বেঁধে রেখেও সড়কে ময়লা, আবর্জনা ছিটানো ঠেকানো যাচ্ছে না। প্রতিনিয়ত গরু, ছাগল, ভেড়া এসে ডাস্টবিনে মুখ দিয়ে সড়কের উপর উল্টে ফেলছে ডাষ্টবিন। অতপর ডাস্টবিনে ফেলা গেরস্থালি ময়লা আবর্জনা খাচ্ছে গৃহপালিত পশুর দল। এভাবে সড়কের উপর ছিটিয়ে ফেলা ময়লা আবর্জনা গোটা শহরকে অপরিচ্ছন্ন করে তুলছে। এতে নাক চেপে সড়কে হাঁটতে বাধ্য হচ্ছে পথচারীরা।
এ ছাড়া শহরের মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপর গরু, ছাগল, ভেড়া তাড়াতে। নতুবা তাদের নিত্যপণ্যসামগ্রী খেয়ে পেট ভরছে গরু, ছাগল, ভেড়ার দল।
এমন চিত্র এখন পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে। দেশের দক্ষিণ জনপদের প্রথম শ্রেণির এ পৌরসভাকে নাগরিক সেবায় অনন্য, স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার নির্বাচনী অঙ্গীকার ছিল মেয়র, কাউন্সিলরদের। অথচ মুষ্টিমেয় ক’জন প্রভাবশালী গরু, ছাগল, ভেড়া মালিকের কাছে জিম্মি হয়ে নাগরিক দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ নিচ্ছেন না মেয়র, কাউন্সিলররা।
জানা যায়, পৌর শহরের ব্যবসায়ীসহ সাধারণ নাগরিকরা গরু, ছাগল, ভেড়ার উপদ্রবে এখন অতিষ্ঠ। ভুক্তভোগীরা পৌরসভায় অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি। বন্দর ব্যবসায়ী সমিতি শহরে কয়েকবার মাইকিং করেও কোনো কাজ হয়নি।
স্থানীয় নজরুল ইসলাম বলেন, আমার বাসার একটু কাছেই পৌরসভার ময়লা ফেলার ডাস্টবিন।
আমরা প্রতিদিনের গেরস্থালি ময়লা, আবর্জনা ডাস্টবিনে ফেলি। অথচ কসাই পট্টি এলাকার রশি ছেড়ে পালা কয়েকটি গরু, ছাগল এসে ডাস্টবিন উল্টে সড়কের উপর ফেলে রাখে।
উম্মে হাফসা বলেন, রাম ছাগলের অত্যাচারে আমরা অতিষ্ঠ। ছাগল ঘরে ঢুকে ধান-চালের ড্রাম ভেঙে ফেলায় ছাগল মালিক কিংবা পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি।
আরো পড়ুন : কলাপাড়া ইউএনওর বদলিতে কান্নার রোল
বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম বলেন, মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে আমরা সমিতির উদ্যোগে গরু, ছাগলের উপদ্রব রোধে শহরে কয়েকবার মাইকিং করিয়েছি। পৌরসভা কর্তৃপক্ষের সহায়তা না পাওয়ায় আমাদের উদ্যোগ ফলপ্রসু হয়নি।
পৌর সচিব কাব্য লাল চক্রবর্ত্তী বলেন, নাগরিক সচেতনতা সৃষ্টিতে এ বিষয়ে আমরা কয়েকবার মাইকিং করিয়েছি। বর্তমানে মেয়র চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে এলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।