বরিশাল অফিস:: পিরোজপুরের নাজিরপুরে গরুর গোস্ত খেয়ে তাবলীগ জামাতে আসা একই মসজিদের ১৬ মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাইজোড়া নামক স্থানের একটি মসজিদে।
অসুস্থদের সোমবার (২৫মার্চ) সকালে ও এর আগে রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ মুসল্লী সকলেরই নোয়াখালী জেলার বসুরহাট ও শ্যানবাগ উপজেলা থেকে আসা তাবলীগ জামাতের সদস্য বলে তারা জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন- আব্দুর রব (৭৫), আবুল খায়ের (৬০), আজাহার আলী (৬২), আলী আকবর(১৮), হাসান (১৯), শাহাদাৎ (১৭), আব্দুর রহমান (৮০) ওই তাবলীগ জামাতে থাকা মামুন অর রশিদ জানান, তারা গত শনিবার উপজেলার মাটিভাঙ্গা বাজার থেকে গরুর গোস্ত কিনে এনেছেন।
ওই গোস্ত পরের দিন রবিবার ভোর রাতে পাক করে খান। এতে করে ওই দিন দুপুর থেকে পালাক্রমে তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থরা প্রথমে পাতলা পায়খানা ও বমিসহ পরে জ¦রে আক্রান্ত হন। এভাবে তিনি ছাড়া অন্য সকলেই কম বেশী আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার উজ্জল মন্ডল জানান, তাদের খাবারে বিষ ক্রিয়া থেকে এমন ঘটনা ঘটতে পারে। তবে অসুস্থদের সকলেই ঝুঁকি মুক্ত।