শিরোনাম

চেন্নাইয়ের জয়ে মুস্তাফিজের ২ উইকেট

Views: 42

চন্দ্রদীপ ডেস্ক : আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মুস্তাফিজ-ধোনির চেন্নাই সুপার কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৬ রান তুলে চেন্নাই। এরপর দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ১৪৩ রানে গুজরাট টাইটান্সকে আটকে রাখে তারা। ৬৩ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চেন্নাই। দুইয়ে নেমে গেছে রাজস্থান রয়্যালস।

মুস্তাফিজ ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয়ে ভূমিকা রাখেন। নিজের তৃতীয় ওভারে প্রথম উইকেট নেন মুস্তাফিজ। বাঁহাতি এ পেসারের কাটারে বিগ শট খেলতে গিয়ে লেগ সাইডে ক্যাচ তুলে দেন গুজরাটের আফগান অলরাউন্ডার রশিদ খান। শেষ ওভারে রাহুল টেওয়াটিয়ার উইকেট তুলে নেন তিনি।

মুস্তাফিজ অবশ্য শুরুতেই উইকেট পেতে পারতেন। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে পঞ্চম বলে সুযোগ সৃষ্টি করেছিলেন তিনি। কিন্তু ঋদ্ধিমান সাহার ব্যাটের বাইরের কাঁনায় বল লেগে উইকেটকিপার ধোনি ও প্রথম স্লিপের মাঝ দিয়ে চার হয়ে যায়। ২টি করে উইকেট পেয়েছেন চেন্নাইয়ের অপর দুই পেসার দীপক চাহার ও তুষার দেশপান্ডে। এরমধ্যে দুই ওপেনাকে বিদায় করে শুরুতেই গুজরাটকে চাপে ফেলেন দীপক চাহার।

ব্যাটিংয়ে চেন্নাইয়ের হিরো দুজন। কিউই ওপেনার রবীন্দ্র জাদেজা ২০ বলে ৪৬ রান করে উড়ন্ত সূচনা এনে দেন দলকে। তিনি আউট হওয়ার পর হাল ধরেন শিভম দুবে। ২৩ বলে ৫১ রান করে চেন্নাইকে দুরন্ত গতিতে এগিয়ে নেন তিনি। তবে চেন্নাইয়েরে ফিনিশিংটা তেমন ভালো হয়নি। কিউই অলরাউন্ডার ড্যারেল মিচেল একটু মন্থর ব্যাটিং করেন, ২০ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন তিনি। না হলে চেন্নাইয়ের রান দুইশ কুড়ি ছাড়িয়ে যেতো।

এর আগে চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন মুস্তাফিজ। আইপিএল ক্যারিয়ারে প্রথমবারের মতো চার উইকেট উইকেট হন ম্যাচ সেরাও। ২৯ রানের খরচায় সেদিন তুলে নিয়েছিলেন ফাফ ডু প্লেসি, রজত পতিদার, বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনের উইকেট

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *