শিরোনাম

আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড হায়দরাবাদের

Views: 70

চন্দ্রদীপ ডেস্ক : চার-ছক্কার বৃষ্টিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছে প্যাট কামিন্সের দল।

এর আগে আইপিএলের ইতিহাসে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রানের ইতিহাসও গড়ে হায়দরাবাদ। হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে প্রথম ১০ ওভারে ১৪৮ রান তোলেন হেড-অভিষেকরা। এতদিন সেই রেকর্ড ছিল মুম্বইয়ের দখলে। ২০২১ সালে সানরাইজার্সের বিপক্ষে ১০ ওভারে ১৩১ রান তুলেছিল মুম্বাই। তালিকার যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব কিংস। ২০১৪ সালে হায়দরাবাদের বিপক্ষেই ১৩১ রান তুলেছিল তারা।

এদিকে পুরো ইনিংসের হিসেব করলে সানরাইজার্সের আগে সর্বোচ্চ রান ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে পুনে ওয়ারির্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল বেঙ্গালুরু। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ২০২৩ সালে পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে ২৫৭ রান তুলেছিল লোকেশ রাহুবের দল। পরের অবস্থানটিও বেঙ্গালুরুর। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৩ উইকেটে ২৪৮ রান করেছিলেন বিরাট কোহলিরা।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *