বরিশাল অফিস:: ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বিভাগীয় শহর বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। রমজানের মধ্যেই এ উপজেলায় স্বম্ভাব্য দুইজন প্রার্থী দিনরাত একাকার করে মাঠে গণসংযোগ থেকে শুরু করে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার কাজ করছেন।
তবে এখনও বিএনপিসহ অন্যান্য দলের কোন প্রার্থীর নাম শোনা যায়নি। এমনকি বর্তমান উপজেলা চেয়ারম্যান পূর্ণরায় প্রার্থী হবেন কিনা সে বিষয়েও কোন স্পর্ট বক্তব্য পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন থেকে মর্যাদাপূর্ণ এ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এককভাবে মাঠ দখল করে রেখেছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ নেতা এসএম জাকির হোসেন। বিগত প্রায় চার মাস ধরে তিনি উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লার বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ করে আসছেন।
বিভিন্ন সভায় সাংবাদিক এসএম জাকির হোসেন বলেছেন, আমার কাছে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। সদর উপজেলার প্রতিটি মানুষ আমার কাছে সমান। আমি সকলের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, বরিশাল সদর উপজেলাকে আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।
সূত্রমতে, অতিসম্প্রতি একই উপজেলা পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কোমড় বেঁধে মাঠে নেমে গণসংযোগ শুরু করেছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। সচেতন বরিশালবাসীর মতে, শেষপর্যন্ত কে হচ্ছেন মর্যাদাপূর্ণ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী। সাংবাদিক নেতা নাকি যুবলীগ নেতা, কে হাসবেন শেষ হাসি, সেই হিসেবে মেলাতে ঈদ-উল ফিতর পর্যন্ত অপেক্ষা করতে হবে।