বরিশাল অফিস:: ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ২ দিন পর কচা নদী থেকে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রাজাপুরের সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে।
স্থানীয় জাহিদ হোসেন কিবরিয়া, তরিকুল ইসলাম ও মুন্না জানান, মোটরযুক্ত ভ্যান চালাতেন মামুন। গত ২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
রাজাপুর থানার এসআই মো. মামুন জানান, তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তদন্ত সাপেক্ষ জানা যাবে।