চন্দ্রদীপ ডেস্ক : জাতিসংঘের একটি প্রস্তাবে বৃহস্পতিবার ভেটো দিয়েছে রাশিয়া। এতে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি প্যানেল উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ‘পর্যবেক্ষণ’ কার্যকরভাবে বাতিল করেছে। খবর বার্তাসংস্থা এপির।
মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নিরাপত্তা পরিষদের প্রস্তাবে প্যানেলের ম্যান্ডেট এক বছরের জন্য বাড়ানো হতো, তবে রাশিয়ার ভেটো এর কার্যক্রম বন্ধ করে দেবে। তবে নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোট পড়ে পক্ষে ১৩টি, রাশিয়া বিপক্ষে ও চীন ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ভোটাভুটির আগে নিরাপত্তা পরিষদকে বলেন, পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়াকে ‘গলা টিপে’ ধরার চেষ্টা করছে ও দেশটির পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞাগুলো ‘অপ্রাসঙ্গিক’ ও ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ প্রমাণিত হয়েছে।