বরিশাল অফিস :: বরিশালে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের প্রায় দুই মাস পর ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার মা।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বৃহস্পতিবার (২৮ মার্চ) বাদী হয়ে তিনি এ নালিশী অভিযোগ করেন।
বিচারক ইয়ারব হোসেন অভিযোগটি মামলা হিসেবে রুজু করেছেন। এ ঘটনার তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বিচারক। শুক্রবার (২৯ মার্চ) আদালতের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রিয়াজ ও তার (রিয়াজ) তিন বন্ধু মিলে ওই তরুণীকে ধর্ষণ করে। এ কারণে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছেন তার মা।
বিবাদীরা হলেন – ওই তরুণীর প্রেমিক নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা জামাল সিকদারের ছেলে রিয়াজ সিকদার। প্রেমিক রিয়াজের বন্ধু একই এলাকার বাসিন্দা মানিক হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার, নগরীর সিঅ্যান্ডবি রোডের তৈয়ব ম্যানশনের মো. আলালের ছেলে বাধন এবং সাগরদী হামিদ খান সড়কের শুক্কুর ভূঁইয়ার ছেলে সাকিব ভূঁইয়া।
এর আগে এক সন্তানের জননী ওই তরুণী তার প্রেমিক রিয়াজের সঙ্গে নগরীর একটি ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রীর পরিচয়ে থাকতেন। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে ওই তরুণীর সঙ্গে তার প্রেমিকের তর্ক হয়। এরপর গত ১১ ফেব্রুয়ারি দুপুরে প্রেমিক রিয়াজ সিকদারসহ তার বন্ধুরা ওই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এ কারণেই ওই তরুণী আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার মা।