শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলির আবদেন শুরু আজ

Views: 71

চন্দ্রদীপ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যায়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের অনলাইন বদলি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই জেলার বা থানার ভেতর অনলাইন বদলিতে আবেদন গ্রহণ শুরু হবে ৩০ মার্চ (শনিবার)।

শুক্রবার (২৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত রেখেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন আবেদন ৩০ মার্চ শুরু হয়ে ১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। ২ এপ্রিলের মধ্যে তথ্য যাচাই শেষ করবেন প্রধান শিক্ষকরা। ধাপে ধাপে যাচাই শেষে ১৫ থেকে ১৭ এপ্রিলের মধ্যে বদলি অনুমোদন সম্পন্ন করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *