পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে অস্বস্তিকর ভ্যাপসা গরম কমছেই না। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রোজাদারসহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।
তপ্ত রোদে দুশ্চিন্তায় আছেন মৌসুমি সবজি চাষিরা। হাসপাতালে বেড়েছে জ্বর ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে, শিশু ও বয়স্ক রোগী বেশি। তবে আগামী দু-একদিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরো পড়ুন : পটুয়াখালীতে গাঁজাসহ যুবক আটক
শুক্রবার (২৯ মার্চ) জেলার কলাপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।
পটুয়াখালী পৌর শহরের ষাটোর্ধ রিকশাচালক জালাল হাওলাদার বলেন, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সবগুলো রোজা আছি। তবে গত কয়েকদিন ধরে রোদের তাপ অনেক বেড়েছে। ভ্যাপসা গরমে রোজা রেখে রিকশা চালানো দায় হয়ে পড়েছে।
নীলগঞ্জ ইউনিয়নের কৃষক কামাল হোসেন বলেন, খরতাপে মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে। অনেক কৃষকের ক্ষেতের সবজি শুকিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে লোকসানের মুখে পড়তে হবে।
আরো পড়ুন : কোনো কালেই কপালে সুখ জুটলো নায় পটুয়াখালীর আদুরীর
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, গত কয়েকদিনে তাপমাত্রা অনেক বেড়েছে। তবে উপকূলে যে কোনো সময় বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেই তাপমাত্রা কমে যাবে।