বরিশাল অফিস:: ট্রলি উল্টে খাদে পড়ে বরিশালে সুমন হাওলাদার (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। শুক্রবার ( ৬ এপ্রিল ) রাত ৮টার দিকে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর খাদ্য গুদাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক সুমন হাওলাদার (৩৫) উপজেলার চানপুর ইউনিয়নের চর খাককাটা গ্রামের প্রয়াত জলিল হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক তিনি জানান, ট্রলি চালক সুমন হাওলাদার ট্রলি (হামজা) চালিয়ে ধুলিয়া মধ্যচর থেকে পাতারহাট বন্দরের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে খাদে চাকা পড়ে ট্রলিটি উল্টে যায়। এতে সুমন নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন । এ বিষয়ে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে