বরিশাল অফিস:: বরিশালের বাবুগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত নূরে আলমকে (২৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ এপ্রিল) বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিব চন্দ্র শীল।
আটক নূরে আলম উপজেলার কেদারপুর ইউনিয়নের আবু বক্করের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ওই কিশোরীর বসতঘরে ঢুকে ধর্ষণচেষ্টা চালায় নূরে আলম। ঘটনাটি পুলিশকে জানালে অভিযান চালিয়ে নূরে আলমকে আটক করা হয়।
বাবুগঞ্জের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিব চন্দ্র শীল বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।