শিরোনাম

গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় দুই সেনা কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরায়েল

Views: 36

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ড্রোন হামলায় সাত ত্রাণকর্মী নিহতের ঘটনায় দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বরখাস্ত হওয়া দুই সেনা কর্মকর্তা হলেন ইসরায়েলের সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার একজন ব্রিগেড চিফ অব স্টাফ এবং অন্যজন মেজর পদমর্যাদার ব্রিগেড ফায়ার সাপোর্ট অফিসার। এ ছাড়া ড্রোন হামলায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় একাধিক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। তাঁদের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধানও রয়েছেন।

ইসরায়েলের হামলায় নিহত সাত ত্রাণকর্মীর মধ্যে তিনজন ব্রিটিশ, একজন ফিলিস্তিনি, একজন অস্ট্রেলিয়া, একজন পোল্যান্ডের ও একজন যুক্তরাষ্ট্র–কানাডার দ্বৈত নাগরিক। ইসরায়েলের হামলায় ত্রাণকর্মী নিহত হওয়ার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রও এ হামলার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *