Views: 67
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীতে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, তার পরিচয় জানা যায়নি।
শনিবার দুপুরে দুমকি থানা পুলিশের একটি দল মুরাদিয়া ইউনিয়নের রাস্তার মাথা লঞ্চঘাটের কাছের লোহালিয়া নদী থেকে ২৩ থেকে ২৪ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এসময় তার পরনে ছিলো ফুলপ্যান্ট ও গেঞ্জি।
আরো পড়ুন : গলাচিপায় ডায়রিয়ার প্রাদুর্ভাব
মুরাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার জানান, শনিবার সকালের দিকে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দেহটি উদ্ধার করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, ওই যুবকের পরিচয় মেলেনি। পুলিশ ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখছে।