Views: 35
বরিশাল অফিস :: বরিশালের মুলাদী উপজেলার পাঁচটি নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল সহ ৮ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
রোববার রাতভর মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্বদানকারী হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মুলাদীর আড়িয়াল খাঁ, নয়া ভাঙ্গনী, জয়ন্তী, লুকাস ও পাতার চর মরানদী মোট পাঁচটি নদীতে অভিযান চালিয়ে এসময় একটি পাই জাল,ছয়টি বেহুন্দী জাল, জালের এংকর সহ ৮ আট মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
পরবতীতে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটক নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হবে বলেও তিনি উল্লে করেন।