পটুয়াখালী প্রতিনিধি :: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাস টার্মিনালগুলোতে শুরু হয়েছে নাড়ির টানে গ্রামে ফেরা মানুষের ঢল।
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ সুপার।
আরো পড়ুন : বিএনপির নিবন্ধন বাতিল চায় দেশের জনগণ: ত্রাণ প্রতিমন্ত্রী
তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কিনা এসব বিষয়ে জানতে চান।
এছাড়া পরিবহন শ্রমিকদের সঙ্গে ঈদযাত্রার বিভিন্ন বিষয়ে কথা বলেন। বাস মালিক সমিতির এবং বাস কাউন্টারের লোকদের উদ্দেশ্য করে বলেন কোনোভাবেই যেন লেবুখালী বা কোনো স্থানে অহেতুক কালক্ষেপন না করে গাড়িগুলো তাহলে বাড়তি গাড়ির চাপে সড়কে যান চলাচল বিঘ্নিত হবে জনগণের দুর্ভোগ বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর আপনারা জানেন এলাকায় একটা দুর্ঘটনা মানে এই এলাকার আনন্দ ম্লান হওয়ার সামিল। তাই আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন। ঈদ আসলে স্কুল, কলেজ পড়ুয়ারা চাবে একটু গাড়ি নিয়ে মজা করতে। এই মজা যেন কারো কষ্টের বা দুঃখের না হয় তাই লাইসেন্স না থাকলে কাউকে গাড়ি দিবেন না। আমরা পটুয়াখালী জেলার ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে চুরি, চিনতাই বা যেকোনো আপত্তিকর পরিস্থিতি রোধ কল্পে ইতোমধ্যে সকল প্রকার নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান।