শিরোনাম

হাজারো পর্যটকে মুখর সমুদ্রকন্যা কুয়াকাটা

Views: 69

পটুয়াখালী প্রতিনিধি : ঈদের দ্বিতীয় দিনে দেশি-বিদেশি হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। লেম্বুর বন থেকে চর গঙ্গামতি পর্যন্ত সমুদ্র সৈকতের বেলাভূমিতে পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার (১২ এপ্রিল) সৈকতে গিয়ে দেখা যায়, আগত পর্যটকরা সৈকতের বুকে আছড়ে পড়া ছোট-বড় ঢেউয়ে সাঁতার কেটে মিতালীতে মেতেছেন। অনেকে বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড়ে মেতেছেন। অনেকে আবার ঘোড়া বা মোটরবাইকে চড়ে সৈকতের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে ঘুরে দেখছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটনকেন্দ্রের দোকানগুলোতে বেড়েছে বিক্রি।

হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ জানান, কুয়াকাটার বেশির ভাগ হোটেল বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *