পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে পিতার বিরুদ্ধে আট বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ এনেছেন শিশুটির মা। তবে পুলিশের ধারণা খেলাধুলা করার সময় পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশু তুষানের (৮)। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুটির মা রেশমা বেগমের অভিযোগ, তার স্বামী ২য় বিয়ে করে আলাদা বসবাস করেন। এবিষয়ে পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন আদালতে মামলা চলমান। বর্তমানে তিনি দুই সন্তান নিয়ে বরিশাল শহরে বসবাস করেন। কয়েকদিন আগে তার স্বামী মো. শামীম শিশু তুষানের আকিকা দেয়ার কথা বলে তাকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামে সৎ মায়ের কাছে নিয়ে আসেন।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে শিশুটির মরদেহ পাওয়া যায়।
আরো পড়ুন : ঈদের দিন প্রকাশ্যে তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল
এদিকে পুলিশ জানায়, তুষান পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবুও মায়ের অভিযোগের প্রেক্ষিতে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিখুঁত তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উন্মোচন করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।