Views: 55
চন্দ্রদ্বীপ ডেস্ক: হকি লিগে ঢাকার ক্লাবগুলোর আস্থা নেই স্থানীয় আম্পায়ারদের ওপর। অথচ বাংলাদেশের আম্পায়াররা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাঁশি বাজান দক্ষতার সঙ্গে। এশিয়া, ইউরোপ এমনকি আফ্রিকা অঞ্চলে আম্পায়ারিং করে সুনাম অর্জন করেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের এলিট প্যানেলের প্রথম ও একমাত্র বাংলাদেশি আম্পায়ার সেলিম লাকি।
এবার তিনি নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন ঐতিহ্যবাহী আজলান শাহ কাপ হকিতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে। (শুক্রবার) তিনি এশিয়ান হকি ফেডারেশন থেকে মেইল পেয়েছেন। আগামী ৪ থকে ১১ মে মালয়েশিয়ার ইপোতে হবে এই টুর্নামেন্ট।