পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল খাঁন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার লালুয়া ইউপির লাল-সবুজ বাজারে এ ঘটনা ঘটে।
জামাল খাঁন ওই ইউপির চান্দুপাড়া গ্রামের মৃত রশিদ খাঁনের ছেলে। জামাল দিন মজুরের কাজ করতেন। এছাড়া তিনি চান্দুপাড়া দক্ষিণ আবাসনের বাসিন্দা।
আরো পড়ুন : পটুয়াখালী মেডিকেলের শিক্ষার্থীরা ভবিষ্যতে কেমন চিকিৎসক হবেন?
স্থানীয় ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাস জানান, দুপুরে লাল-সবুজ বাজারে বাহাদুর মোল্লার দোকান ঘর পরিষ্কার করার জন্য টিয়াখালী দোন নদী থেকে পাম্প মেশিন দিয়ে পানি তুলছিলেন জামালসহ আরও এক শ্রমিক। এসময় তিনি অসাবধানতায় বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।