শিরোনাম

উজিরপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা করেন মেনন

Views: 57

বরিশাল অফিস : বরিশালের উজিরপুরে আগুনে বসত ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করেন সংসদ সদস্য রাসেদ খান মেনন এমপি।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মল্লিক বড়িতে গত ১৩ এপ্রিল আগুনে পুড়ে যাওয়া ছয়টি বসত ঘরের ক্ষতিগ্রস্থদের শান্তনাদেন এবং নগদ আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করেন।

বানারীপাড়া-উজিরপুর বরিশাল ২ আসনের সংসদ সদস্য জননেতা রাশেদ খান মেনন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওত হোসেন, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, সাধারণ সম্পাদক, সীমা রানী শীল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমদ,ওয়ার্কার্স পার্টি নেতা জহুরুল ইসলাম টুটুল, ওটরা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল খালেক রাঢী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, ফিরোজ খান, আলমগীর হোসেন মৃধা প্রমুখ।

আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণকালে মেনন বলেন আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দোয়া করবেন যেন আগুনে পুড়ে এ ধরণের ক্ষতিকারো না হয়।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *