শিরোনাম

জমে উঠেছে কমলাপুর ইউপি নির্বাচনী প্রচার

Views: 122

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার জমে উঠেছে। এ ইউনিয়নে পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান, ৩টি সংরক্ষিত আসনে ৮ জন ও সাধারণ আসনে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পেয়েই প্রার্থীরা আটঘাঁট বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছেন।

গত মঙ্গলবার প্রার্থীরা প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী ৩ চেয়ারম্যান প্রার্থী, ৩টি সংরক্ষিত আসনে ৮ জন ও সাধারণ আসনে ২৬ প্রার্থী তাদের প্রতীক নিয়ে উঠান বৈঠকের পাশাপাশি রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলেন- সাবেক চেয়ারম্যান ছালাম মৃধা (চশমা), বর্তমান চেয়ারম্যান মো. মনির রহমান মৃধা (আনারস) ও মো. শফিকুল ইসলাম (ঘোড়া)। সংরক্ষিত ৩টি আসনে ৮ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- ১নং সংরক্ষিত আসনে আসমা- বেগম (বই) ও ফারজানা (মাইক), ২নং সংরক্ষিত আসনে- উম্মে হানি (মাইক), খুশি (কলম) ও সাথী (বই), ৩নং সংরক্ষিত আসনে- পারভীন বেগম (বই), মোসা. আফরোজা (কলম) ও সেলি আক্তার (মাইক)।

আরো পড়ুন : পটুয়াখালীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

৯টি সাধারণ ওয়ার্ডের ২৬ প্রার্থী হলেন ১নং ওয়ার্ডে- মো. আলী আকবর (মোরগ), মো. জাফর শরীফ (টিউবওয়েল), মো. নজরুল ইসলাম (তালা) ও মো. বশিরুল আলম (ফুটবল), ২নং ওয়ার্ডে- জাফর (টিউবওয়েল), মো. আ. মালেক হাওলাদার (ফুটবল), মো. জাহাঙ্গীর হোসেন (বৈদ্যুতিক পাখা), মো. মোশাররফ (মোরগ) ও সবুজ দাস (তালা), ৩নং ওয়ার্ডে- মো. আলাউদ্দিন মোল্লা (ফুটবল) ও মো. আশ্রাফ আলী (মোরগ), ৪নং ওয়ার্ডে- মো. বশির আহমেদ (মোরগ) ও মো. মনিরুল ইসলাম মানিক (ফুটবল), ৫নং ওয়ার্ডে- মো. বাবুল (ফুটবল) ও মো. লিটন মৃধা (মোরগ), ৬নং ওয়ার্ডে- গৌতম পাল (ফুটবল), জসিম উদ্দিন (মোরগ) ও মো. সফিকুল ইসলাম (তালা), ৭ নং ওয়ার্ডে- মনির হোসেন সিকদার (তালা), মো. ফারুক মোল্লা (ফুটবল) ও মো. সবুজ (মোরগ), ৮নং ওয়ার্ডে-  মো. ছোহরাব মোল্লা (তালা) ও মো. সুলতান পাঠান (মোরগ), ৯নং ওয়ার্ডে- আ. রাজ্জাক হাওলাদার (মোরগ), মো. কামাল হোসেন (ফুটবল) ও মো. মিজানুর রহমান (তালা)।

কমলাপুর ইউনিয়নে ২৮ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমলাপুর ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৯,৮৪৫।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *