শিরোনাম

ইসরায়েলে ড্রোন হামলা হিজবুল্লাহর, আহত ১৮

Views: 43

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরায়েলের একটি কমিউনিটি সেন্টারে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চালানো ড্রোন হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বুধবার লেবানন থেকে ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল–আরামশি গ্রামে এ হামলা চালায় হিজবুল্লাহ।

এ হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ বলেছে, মাত্র একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় দুই কমান্ডারসহ তিন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। লক্ষবস্তু ছিল ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে, এমন একটি ভবন। হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরকভর্তি ড্রোন কমিউনিটি সেন্টারের ওপর পড়ে বিস্ফোরিত হয়েছে।

হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সীমান্তের বসতিতে বেশ কয়েকটি আঘাত এসেছে। আর তাদের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতেও হামলা হয়েছে। তবে এ হামলায় আহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দেয়নি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *