পটুয়াখালী প্রতিনিধি :: মা-মেয়ে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল সোবাহানকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী।
১৭ বছর পর রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জড়িত হালিম ইতোপূর্বে আদালতে আত্মসমর্পণ করে জেলে আছেন এবং সহিদ অন্য একটি খুনের মামলায় জেলে আছেন।
আরো পড়ুন : জমে উঠেছে কমলাপুর ইউপি নির্বাচনী প্রচার
অভিযুক্ত সোবাহান বরগুনা জেলার সদর উপজেলার আইয়ুব আলীর ছেলে বলে জানায় র্যাব।
১৭ এপ্রিল বেলা ১১টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার হয় সোবাহান।
পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা বলেন– ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি গভীর রাতে বরগুনা সদরে মা ও কিশোরী মেয়ে গণধর্ষণের শিকার হন। ওই ঘটনায় অভিযুক্ত হন হালিম, সহিদ এবং গ্রেফতারকৃত সোবাহান। এ ঘটনায় পর থেকে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যান সোবাহান। পরবর্তীতে আদালত সোবাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।