শিরোনাম

বৈশাখী মেলায় নৌকা ভেঙে ৫ শিশু-কিশোর আহত

Views: 91

পটুয়াখালী প্রতিনিধি :: ধারণক্ষমতার বেশি শিশু-কিশোর-কিশোরী নিয়ে দোল খাওয়ার সময় খেলনা রাইড নৌকার জয়েন্ট খুলে দুর্ঘটনায় অন্তত পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে।

এর মধ্যে দেবদাস (৮) ও তন্ময় (১৭)কে কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় বৈশাখী মেলার অনুষ্ঠান কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে এ দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন : ১৭ বছর পর মা-মেয়ে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্থানীয়রা জানান, ধারণ ক্ষমতার বেশি শিশু-কিশোর-কিশোরী নিয়ে রাইড লোহার তৈরি নৌকাটি দোল খাওয়ার সময় হঠাৎ করে মাঝখান দিয়ে জয়েন্ট ছুটে যায়। এ সময় শিশু-কিশোররা রাইড থেকে লাফিয়ে নিচে পড়ে অনেকে আহত হয়। তাদের ডাক চিৎকারে ভীতিকর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে দ্রুত খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। তিনি গতকাল বুধবার থেকে দোলনা নৌকা রাইডটি বন্ধ করে দিয়েছেন।

নৌকা দোলনার মালিক চান মিয়া জানান, লোহার তৈরি এই দোলনা নৌকাটির ৩টি পার্ট। এক পার্টের জয়েন্ট নাট খুলে দুর্ঘটনাটি ঘটে।
যা ঠিক করা হয়েছে।

উল্লেখ্য কলাপাড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত পৌরসভার সার্বিক সহযোগিতায় চলছে সাতদিনব্যাপী বৈশাখী মেলা। বিকাল থেকে অনেক রাত পর্যন্ত চলে বিভিন্ন ধরনের রাইডস, বিনোদনমূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *